রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

নির্বাচন আধুনিকায়ন করা প্রসঙ্গেঃ



Modernized election prasangeh

Specific time, place all the vessels are changing, people are changing the lives of the manusikata is somewhat, but not changing the electoral ciracarita and conventional 70-year series of policies and strategies. All eyes are abhaka when nothing is digital. But when I am hatabhagao digital concerned with the election of any match or not. What is the meaning of the election? I think it means to choose a janakalyana contract. Those candidates who are public service lakhye abadya himself was an agreement. Abadya everyone wants to be a public service contract when it takes a little bit better when anubhutisulabha. Then again, it takes more than kharapa important when selecting groups of human life has no meaning because the vote is at the center of attacks, fights, cases, instead of taking the vote is to take blood. Normal human life as the gift of playing lila. The first service contract, they relate directly to people who are successful. Police, law, lawsuits, all of them decorated in a formula because they karaleu crime through normal legal yuktikatara released. After all, when it comes time to result in the presiding officer's complaints about corruption and kickbacks. We are normal people do not understand anything about these things, but we still do not understand that we are a little bit crazy and mad because they thaki phade feet repeatedly. Thakara that endless suffering orphans, elderly and helpless bikhokadera bidubhabrddha or from within it. I do not want to change any of the traditional rules of the rules, I'm just a little easier availability. The rules will have the opportunity to serve the appropriate person, and the public can vote niscinataya at home. I'm talking about computers and the Internet and e-butimera there is no Life Risk Life Line. Modern boys and girls who are motivated and modern flame sikhita sekhetre elections are important paddatite modernized digital paper and pen method should be canceled. Because of all the work being done by digital. It can be found that the benefits of the poll are as follows: there will be no risk, to be accurate count, to be sure bhotadikara.

Uddesya digital system to select the country of origin to apply regardless of the election did not wear a life wasted. Will be chaos. Terrorism should not be. Will not be the case. This will save money and be sure to include the votes of all. I think the more precise role khetre census, which will be the next president of the state for the management of the facility, etc. bhajeta.




নির্বাচন আধুনিকায়ন করা প্রসঙ্গেঃ

স্থান কাল পাত্র বিশেষে সবই পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে মানুষ আর মানুষিকতা কিছুটা জীবনমানও বটে, তবে পরিবর্তন হচ্ছে না চিরাচরীত এবং প্রচলিত 70 বছরের নির্বাচনী  নীতিমালা এবং ধারাবাহিক কৌশলও। অভাক হই তখন যখন চোখের সামনে সকল কিছুই ডিজিটাল হয়। কিন্তু হতভাগও হই তখন যখন দেখি ডিজিটালের সাথে নির্বাচনের কোন মিল বা সম্পর্কযুক্ততা নেই। তবে নির্বাচন মানে কি? আমি মনে করি  নির্বাচন মানেই একটি জনকল্যান চুক্তি। যারা প্রার্থী হন তারা জনগনের সেবার লখ্যে একটি চুক্তিতে নিজেকে আবদ্য করেন। জনগনের সেবা করার চুক্তিতে যখন সকলেই আবদ্য হতে চায় কিছুটা অনুভূতিশূলভ ভাল লাগে তখনই। আবার তখনই বেশি খরাপ লাগে যখন নির্বাচনের গুরুত্বপূর্ণ সময় গুলোতে মানুষের জীবনের কোন মূল্যই থাকে না কারন ভোট কেন্দ্রে হয় হামলা, মারামারি,মামলা, ভোট নেওয়ার পরিবর্তে হয় রক্ত নেওয়া। যেন সাধারন মানুষের জীবন দানের লিলা খেলা চলছে। যারা মানুষ সেবায় চুক্তি করে তারা প্রথম দফাতেই সফলভাবে ব্যর্থ হয়। পুলিশ, আইন, মামলা, এগুলি সব সাজানো এক ফরমূলা কারন অপরাধ করলেউ তারা সাভাবিক আইনি যুক্তিকতার মাধ্যমেই মুক্তি পায়। সব কিছুর পরও যখন ফলাফলের সময় আসে তখনও দেখি অভিযোগ আসে প্রিজাইডিং অফিসারের দুর্নীতি আর ঘুষের  বিষয়ে। আমরা সাধারন মানুষেরা কিছুই বুঝিনা তবুও আমরা এসব ব্যপারে কিছুটা পাগল এবং উম্মাদ কারন আমরা বুঝিনা তবুও এমন ফাদে পা দিয়ে বার বার নিজেরাই ঠকি। যে ঠকার অফুরন্ত কষ্ট এতিম, বিদুভাবৃদ্ধ বা বৃদ্ধা এবং অসহায় বিখোকদের মাঝেই থেকে যায়। আমি চিরাচরিত নিয়মের কোন পরিবর্তন চাচ্ছি না আমি চাচ্ছি শুধু নিয়মের আরো একটু সহজ লভ্যতা। যেই নিয়মের মাধ্যমে উপযুক্ত ব্যাক্তিও সেবা করার সুযোগ পাবে, আবার জনগনও ঘরে বসেই নিশ্চিনতায় ভোট দিতে পারবেন। আমি বলছি কম্পিউটার এবং ইন্টারনেট এবং ই-বুটিংএর কথা এখানে কোন লাইফ রিক্স নাই আছে লাইফ লাইন। আমরা যারা আধুনিক ছেলে মেয়েরা আধুনিক শিখায় শিখিত হচ্ছি এবং প্রনোদিত হচ্ছি সেখেত্রে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়টাও কাগজ কলমের পদ্ধতি বাতিল করে ডিজিটাল পদ্দতিতে আধুনিকায়ন করা উচিত। যেহেতু সকল কাজই ডিজিটালের  মাধ্যেমে সম্পন্ন হচ্ছে। এতে করে যে সুবিধাগুলি পাওয়া যাবে তা হলোঃ নির্বাচনে ভোট দানে কোন ঝুকি থাকবে না, হবে নির্ভূল গণনা, নিশ্চিত হবে ভোটাদিকার।

ডিজিটাল পদ্ধতিতে নির্বাচন করার আবেদনের জন্য মূল উদ্দেষ্য হচ্ছে সারাদেশে যত নির্বাচনই হোক না কেন একটা লাইফও ঝড়ে পরবে না। বিশৃংখলা হবে না। সন্ত্রাস হবে না। মামলা হবে না। অর্থও বাঁচবে এবং সকলের ভোটও নিশ্চিত হবে ইত্যাদি। আরো আমি মনে করি জনগণনার খেত্রে নিভূল ভূমিকা রাখবে যা পরবর্তী ভাজেট ও ইত্যাদি সুবিধা পেয়ে থাকবেন প্রেসিডেন্ট রাষ্ট্র পরিচালনার জন্য।

শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

Buy a mobile/Smartphone at a very low cost




There are so many people living in the world. There are so many social
networks like Facebook, whatsapp, Viber, Twitter etc. In order to
communicate and to be connected with your friends and family
everyday, you need a Smartphone. But today, well smart phones are
expensive. But now from this site you can get it at very low
cost....Go to
http://visitmy.co/3IJ  and choose the best you like...

অবশেষে দুংখ হয় ব্যর্থতার পরিচয় দিতে।



অবশেষে দুংখ হয় ব্যর্থতার পরিচয় দিতে আরো লজ্জাবূদ হয় তখন যখন অধিক অর্থ আর সম্মান নিয়ে নিজেকে গভীত করতে চাই। আমি বলতে চাচ্ছি ফায়ার সার্ভিস কর্মকর্তা অফিসার দের বিষয়ে যারা অনেক টাকা ব্যয় করে সরকারকে অনেক মটিফাই করে নিজের খমতা সাধ আল্লাদ সম্পূর্ণ করে থাকেন। কিন্তু সেই সমস্ত অফিসারদের কাছেই আমার প্রশ্ন কি দিতে পেরেছেন সাধারন মানূষদের কে তারা যখন বিপদে পরে আগুনের বা বড় কোন তূপ নলের সমূখে। অবশেষেতো ব্যর্থতাই উপহার দেন তাদেরকে বিপদ মূকাবেলার জন্যই ফা্য়ার সার্ভিস 2 টি সন্তান মারাগেল 1 টি কেউ উদ্দার করতে পারলেন না লজ্জা হওয়া উচিত যখন সাধারন কোন ব্যক্তি উদ্দার করে দেয় মৃত সন্তান কে আপনারাতো তাউ পারেন নাই। কখনো কি প্রশিখন নিয়েছিলেন বিষয়ে অথচ প্রশিখনের জন্য হাজার হাজার টাকা সরকারের ফান্ড থেকে ব্যয় করা হচ্ছে। 

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

জেনে নিন আপনার মোবাইল ডিভাইসটি হ্যাক অথবা ট্র্যাকিং করা হয়েছে কিনা?



জেনে নিন আপনার মোবাইল ডিভাইসটি হ্যাক অথবা ট্র্যাকিং করা হয়েছে কিনা

প্রযুক্তি আমাদের দিয়েছে অবারিত যোগাযোগ সুবিধা। কিন্তু একই সাথে যুক্ত হয়েছে ব্যাক্তিগত নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়ার মত অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। জেনে নিন কীভাবে আপনার মোবাইল ডিভাইসটি হ্যাক অথবা ট্র্যাকিং এর শিকার হতে পারে, তাহলে হয়তো কিছুটা হলেও সাবধান থাকা সম্ভব হবে
প্রযুক্তি বিশেষজ্ঞরা যদিও এসব অ্যাপস তৈরি করেছে টিনএজার এবং পরিবারের সদস্যদের প্রতি লক্ষ্য রাখার জন্য, কিন্তু দুঃখজনক হলেও সত্য এগুলোর অনেক অপব্যবহারও হয়ে যাচ্ছে। তবে এসব ঝুঁকি তখনই তৈরি হয়, যখন আপনার আইফোন বা এন্ড্রয়েড ডিভাইসটিতে ধরণের সফটওয়্যার ইন্সটল করে রাখা হয়। অতএব, আপনার অনুমতি বা কাছের কারো সহায়তা ছাড়া অথবা আপনার স্মার্ট ফোনটি সরাসরি এক্সেস করা ছাড়া ধরণের সফটওয়্যার ইন্সটল করা সম্ভব নয়
বাজারে এধরণের অনেক সফটওয়্যারই পাওয়া সম্ভব, যা দিয়ে কারো গতিবিধি তাঁর ইন্টারনেট ব্যবহারের প্রায় সব কিছুই মনিটরিং করা সম্ভব। এমন কিছু সফটওয়্যার নীচে তুলে ধরা হলোঃ
Myspyapp: এই টুলসটি দিয়ে সেলফোনের প্রায় সব কিছুই মনিটরিং করা সম্ভব। এটা অবশ্য পরিবার, সন্তানাদি এবং কর্মচারীদের গতিবিধির উপর নজর রাখার জন্য তৈরি করা হয়েছে। এর মাধ্যমে একটি ফোনের ইনকামিং, আউটগোয়িং কল থেকে শুরু করে এসএমএস, হোয়াটস অ্যাপ, স্কাইপি, ভাইবার, স্নেপচ্যাট সহ সব ধরনের সোশ্যাল মিডিয়া এক্টিভিটি ট্র্যাকিং করা সম্ভব। এমনকি জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে নির্দিষ্ট ব্যাক্তিটি কোথায় যাচ্ছে তাও মনিটরিং করা সম্ভব
Mspy: এটি হচ্ছে আরেকটি টুলস যা দিয়ে একটি ফোনের সব ধরনের মনিটরিং করা সম্ভব। এটি দিয়ে সোশ্যাল নেটওয়ার্ক, ওয়েবসাইট সার্ফিং থেকে শুরু করে কীবোর্ড একটিভিটি বা কি লগার, স্কাইপি ম্যাসেঞ্জার মেসেজ মনিটরিং করা সম্ভব
Flexispy: ফোন এবং যে কোনও ধরণের এন্ড্রয়েড মোবাইল ডিভাইস মনিটর করার জন্য এটি প্রসিদ্ধ। এই সফটওয়্যারটি ব্যবহার করে ফোনকল হিয়ারিং বাগ বা স্পাই বাগও মনিটর করা সম্ভব। ধরনের বাগ হচ্ছে ছোট্ট ডিভাইস যা দিয়ে একটি ঘরের সব ধরনের সাউন্ড রেকর্ড করা সম্ভব। মজার ব্যাপার হচ্ছে এই টুলসটি দিয়ে ওই ডিভাইসটিও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়
Spyera: এই সফটওয়্যারটি অন্যতম ডিভাইস ট্র্যাকিং সফটওয়্যার যা দিয়ে সব ধরনের স্মার্টফোনই মনিটর করা সম্ভব। এমনকি ইনকামিং কল সরাসরি শোনা এবং রেকর্ড করাও সম্ভব। ওই ডিভাইসটি দিয়ে কোনও ছবি তোলা হলে তাও এক্সেস করা সম্ভব
এই সবগুলো সার্ভিসই পেইড বা অনলাইনে ক্রয় করা যায়। এছাড়াও বেশ কিছু ফ্রি সার্ভিসও আছে যা দিয়ে কাউকে মনিটর করা বা তাঁর গতিবিধির উপর নজর রাখা খুব সহজেই সম্ভব হয়ে থাকে। তবে জেনে রাখা ভালো এই সার্ভিসগুলো নিজের পরিবার সন্তান ছাড়া অন্য কারো জন্য ব্যবহার করা উন্নত দেশগুলোতে আইনতঃ দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত। বাংলাদেশে সংক্রান্ত কোনও আইন আছে কিনা তা আমার জানা নাই। তবে প্রযুক্তির ব্যবহার বাড়ার সাথে সাথে এই টুলসগুলোর অপব্যবহার অনলাইন হয়রানিও একই সাথে বেড়ে চলেছে। তাই ব্যাপারে সুনির্দিষ্ট আইন প্রনয়ন এবং বাস্তবায়ন সময়ের দাবী মাত্র। ( মো: সাইদুর রহমান )

রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

A question

Do you have a question you can not see yourself winning the feelings of loneliness, war
What is love, much calculation?
Parsimonious, selfishness,
Cheating (love), now plagued by many questions. The questions in class, gender and age, we have to throw.  in the North Generation liability that much more, it's less than we brought Feeling. Now it has become very important to look at the matter in the interest of our next generations.

Love Mean?
Love Mean? The original eternal question. There is in fact a defining certain feeling. Khetre love different people, different kinds of accounts. Given the drop in love, sacrificing the lives of many events that took place in history. Violence and oppression in the name of love, before us is no less brutal manner: but in the name of love, fraud and abuse matters now more than caught. Some remarks about the love of the men and women of different ages. The survey can not be called just, selfless love does not have anything to say. Debts due to
As key. If not, why are women so much torture happens? Why increase the degree of violence? Why the increase in violence at all levels? Male or female, all contained not being abused? Capitalism in all evolutionary'd think, and it is beginning to compete sick. Sundaryatake is lost in the competition. And from one another generations are affected. Now, for the love of a dowry death bhibeke bautike not bad.

Khetre responsibility of love in great condition. Human compassion, affection and warmth gradually going up. People have become materialistic. As a result of the growing demand for selfishness. Pulling affection, future plans, dayitba issues has fallen in love khetre. As a result khetre love interest, respect and purity decreases. Byakadeteda words might seem to present generations, but they are eternal and true. Stone throwing is quietly growing in our country. People love to cheat on bhibekera forgotten that he is a man today. I'm not saying that there is no love between human beings, but it is not like before.


One of the important aspects of the relationship between man and woman for each other, trust, commitment and respect. Social or financial commitment with no ambition or any relationship is not true. Feeling of unconditional love or love khetre key. But now it has become one of the demands of love khetre unwritten condition. As a result, the account holder is a lot of love. The little that has been reduced due to ummesera sahanasilatara women's freedom. If you become bigger than the feelings between men and women igu occurs after the marriage, he may have become brittle. Khetre to sustain any relationship of mutual trust and sincerity in the matter too.
And the absence of the prospect of receiving.

Generally, however, that such a marriage does not matter, marriage, love the many decreases. Love marriages are more parilakhita it. There are a number of reasons. Before the wedding, such as the dream, the dream of marriage, he is not fully met. If you are married when unripe and immature abegatao them. If you are inexperienced in fact decreased their emotions, if it is to meet the needs of some biological, some are misses. Among them was the unusual sirsti. Bhulabojhabujhi, the pride, anger, affection, trust, mistrust, Atbabisbasa, manusikata to each other, etc. These Sex is a key element to the destruction of an innocent love. That's why I love these components is reduced, and many khetrei, love is reduced if the volume is increased violence. 2 nd and 1 pm, and then we go about the lesson. Expectations and were not receiving the combination lowers the Love. Failing all the fullness of life, so as to bring a successful love life, love'd take all the time that the old. Finally, it suggests that the result, shows that first love, marriage and the sky is the difference between the parilakhkhita.


Sex is wrong and that my writing will not get into trouble. I do not want to take away anyone's love. Anoka love of all good flows, kamanai do this.

শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

পেওনিয়র মাস্টার কার্ড কার্ড দিয়ে কিভাবে এটিএম থেকে টাকা তুলবেন



সবার প্রথমে সবাইকে সালাম জানাই। আশা এবং দোয়া করি সবাই ভাল আছেন এবং থাকবেন
আপনারা অনেকেই বিভিন্ন ভাবে অনলাইনে আয় করেন। আয়ের টাকা তোলার জন্য অনেকেই পেওনিয়র মাস্টারকার্ড ব্যবহার করেন। আজ আমি আপনাদের দেখাব কিভাবে পেওনিয়র কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা তুলতে হয়
টাকা উত্তোলনের জন্য আমি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের কথাই বলব। কারন ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার চেষ্টা করেও সফল হইনি। ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে নাকি শুক্রবার ব্র্যাক ব্যাংক ছাড়া অন্য কোন কার্ডের টাকা তোলা যায় না
তো আসুন দেখি কিভাবে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে পেওনিয়র কার্ড ব্যবহার করে টাকা তুলবো। প্রথমেই কার্ডটি এটিএম মেশিনের নির্দিষ্ট স্থানে প্রবেশ করান। তারপর পিন নম্বর দিন, তারপর ইন্টার চাপুন
এখন তিনটি অপশন আসবে 1.Savings, 2.Current, 3.Credit
আমাদের নং অপশন মানে Credit এর পাশের বাটন চাপতে হবে। তারপর অপশন আসবে 1. fast withdraw 2. Withdraw
নং অপশনটি নির্বাচন করতে হবে। তারপর আপনি কত টাকা তুলতে চান সে অ্যমাউন্ট দিন ট্রানজেকশন কপির জন্য YES চাপুন
ব্যাস আপনার কাজ শেষ কয়েক সেকেন্ডের মধ্যেই টাকা চলে আসবে
টেকনোলজির উপর বিভিন্ন ওয়েবসাইটের পেপ্যাল নিয়ে লেখা সাম্প্রতিক টিউনগুলো পড়ছিলাম যার বেশীরভাগ- -পরীক্ষিত বিভ্রান্তিকর তথ্যে ভরপুর। অথচ হাতের নাগালের মধ্যেই খুবই প্রয়োজনীয়, সহজে করা যায় এবং বাংলাদেশেই উত্তোলন-যোগ্য ব্যাংক-ভেরীফাইড ইউরোপীয়ান European বা ননইউ.এস Non US পেপ্যাল ভেরিফিকেশন এর ব্যাপারে কেন টিটির পেপ্যালবোদ্ধারা দীর্ঘ এক মাসের বেশী সময়ের পরও বিষয়টি নিয়ে কোন টিউন লেখেননি সেটা চিন্তা করতে করতেই আমার এই টিউনটা লেখা!
এক মাসের বেশী সময় বলছি কারণে যে, ব্যাংক-ভেরীফাইড এই পেপ্যাল একাউন্ট করতে আপনার কেবল-মাত্র প্রয়োজন হবে একটি পায়োনিয়ারের http://www.myaccount.payoneer.com একাউন্ট এবং পায়োনিয়ার প্রিপেইড মাস্টার ডেবিট কার্ড না থাকলেও চলবে। যাদের পায়োনিয়ারের একাউন্ট আছে তাদের মধ্যে অনেকেরই হয়ত জানা আছে যে পায়োনিয়ার বছরের অগাস্ট মাস থেকে অর্থাৎ অগাস্ট ২০১৫ ইং থেকে সার্ভিস আপগ্রেডেশনের মাধ্যমে .ইউ পেমেন্ট সার্ভিস EU Payment Service ইনফরমেশন নামক নতুন সার্ভিস চালু করেছে
যারা এ্যক্টিভ পায়োনিয়ার একাউন্ট হোল্ডার, তাদের একাউন্টের -মেইল বক্সে গত অগাস্টের ১০ থেকে ১২ তারিখের মধ্যেই স্ব্য়ংক্রিয়-ভাবে নিচের -মেইলের অনুরূপ পায়োনিয়ার একটি -মেইল যাওয়ার কথা এই -মেইল customersupport@payoneer.com থেকে। নীচের ছবিটি লক্ষ্য করুন  আপনার পায়োনিয়ার একাউন্টের -মেইল ইনবক্স পুনরায় চেক করুন
পায়োনিয়ার একাউন্ট হোল্ডার হওয়া সত্ত্বেও যারা সংক্রান্ত কোন -মেইল পাননি তাদের ব্যাপারে পরে আসছি  আর যারা পেয়েছেন তাদের জন্য রয়েছে এই সুখবর যে তাদের পায়োনিয়ার একাউন্টগুলোতে স্ব্য়ংক্রিয়-ভাবেই এই বিখ্যাত EU Payment Service চালু হয়ে গেছে। আপনাদের .ইউ পেমেন্ট সার্ভিস ইনফরমেশন দেখতে চাইলে আগত ইমেইলের Get paid by EU companies লেখা লাল-কালির বাটনে ক্লিক করুন, একটি নতুন পায়োনিয়ার লগইন পেজ আসবে
যেখানে আপনার পায়োনিয়ার একাউন্টের -মেইল পাসওয়ার্ড বসিয়ে লগইন করলেই আপনি দেখতে পারবেন আপনার কাঙ্খিত ইউরোপীয়ান ব্যাংকের আন্তর্জাতিক একাউন্ট নম্বর যা জা্র্মানির ওয়্যারকার্ড ব্যাংকের সরবরাহকৃত।
EU Payment Service Information কি ?
পায়োনিয়ার একাউন্ট হোল্ডার মাত্রই জানেন যে, পায়োনিয়ার U$D প্রিপেইড মাস্টার ডেবিট কার্ড একাউন্টের সাথে US রাউটিং নম্বর সহ US ব্যাংক এর একটি আন্তর্জাতিক একাউন্ট (পূর্বে ব্যাংক অব্অমেরিকা বা বর্তমানে কমিউনিটি ফেডারেল সেভিংস ব্যাংক ইত্যাদি) সংযুক্ত থাকে যার দ্বারা সহজেই পেপ্যাল ভেরিফিকেশন সম্ভব হয়ঠিক তেমনি নতুন .ইউ পেমেন্ট সার্ভিস ইনফরমেশন সংযুক্ত Payoneer এখন থেকে আপনাকে দিচ্ছে US ব্যাংক এর একটি আন্তর্জাতিক চেকিং একাউন্টের পাশাপাশি EU বা ইউরোপিয়ান ব্যাংক এর একটি আন্তর্জাতিক একাউন্ট যাকে সংক্ষেপে আইব্যান বা IBAN (INTERNATIONAL BANK ACCOUNT NUMBER) বলে

IBAN কেবলমাত্র ইউরোপিও-ইউরোপিয়ান ভূক্ত দেশগুলো এবং কোম্পানীগুলো থেকে একক ইউরো মুদ্রায় পেমেন্ট আদান-প্রদান করতে পারে যাকে সংক্ষেপেসেপাবা SEPA (The Single Euro Payments Area) বলে। US ব্যাংক এর রাউটিং নম্বর এর স্থানে EU ব্যাংক এর থাকে বিআইসি (BIC) বা ব্যাংক আইডেনটিফায়ার কোড যদিও ইউরোপিয়ান ব্যাংক-ভেরীফাইড পেপ্যাল একাউন্ট তৈরীতে এই BIC কোন ভূমিকা রাখে না! কেবলমাত্র একটি আইব্যান বা IBAN এর সাহায্যে পেপ্যাল-সমর্থিত মোট ২১টি ইউরোপিও-ইউরোপিয়ানভূক্ত দেশগুলোর মধ্যে থেকে আপনার পছন্দমতো যে-কোন একটি দেশের ব্যাংক ভেরীফাইড পেপ্যাল একাউন্ট তৈরী করতে পারবেন।। তালিকাভূক্ত এই দেশগুলো হলো Germany, Belgium, France, Netherlands, Greece, Portugal, Italy, Slovakia, Luxembourg, Austria, Finland, Ireland, Spain, Cyprus, Estonia, Latvia, Malta, Slovenia, Lithuania, Monaco, and San Marino. 
IBAN এর সাহায্যে পেপ্যাল-ভেরিফিকেশন সমর্থিত দেশগুলোর তালিকা নিচের ছবিতে
তো চলুন তৈরী করে ফেলি ইউরোপিয়ান এবং একক EURO CURRENCY এর একটি পেপ্যাল একাউন্ট। প্রথমেই বলে নেই পেপ্যাল নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে উল্লেখিত ২১ টি দেশের মধ্যে আমার প্রথম পছন্দ ফ্রান্স। কেন ফ্রান্স সেটা বিস্তারিত বলতে গেলে আর একটা টিউন লিখতে হয় বলে বিষয়টা আপাতত চেপে গেলাম। যেহেতু পেপ্যাল একাউন্টটা ফ্রান্সের তাই ভাষাটা ফরাসি হওয়াই স্বাভাবিক কিন্তু একাউন্ট খোলার পরপরই কিভাবে ফরাসি পেপ্যাল এর ভাষাটা ইংরেজী হয়ে যায় সেটা নীচের ধারাবাহিক স্ক্রীনশটগুলো লক্ষ্য করলেই বুঝতে পারা যায়
Step One
প্রথমেই পেপ্যাল ফ্রান্সের রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করুন এখান থেকে এবার নীচের স্ক্রীনশট এর লাল কালিতে দাগানো নির্দেশনা অনুসরণ করুন
Step Two
লাল কালিতে দাগানো 2 নম্বরের Continuer ক্লিক করলে নীচের পাতাটি আসবে এবং ছবির মতো করে তথ্যগুলো সম্পন্ন করে লাল কালিতে দাগানো 3 নম্বরের Continuer ক্লিক করতে হবে
Step Three (প্রথম ধাপ)
একাউন্ট তৈরীর এই ধাপকে আমরা দুইটি ভাগে বিভক্ত করব যার প্রথমেই থাকবে খুবই গূরুত্বপূর্ণ একাউন্টের নামের ব্যাপারটা কারণ এখানে এসে আপনার প্রয়োজন হবে পেপ্যাল একাউন্টের নাম।  আপনাকে অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে .ইউ পেমেন্ট সার্ভিস ইনফরমেশন সংযুক্ত পায়োনিয়ার একাউন্টের নাম। অর্থাৎ এই নামেই .ইউ পেপ্যাল একাউন্টের নাম হওয়া চাই। এটা Mandatory কারণ নামের অমিল হলেই আর IBAN দ্বারা পেপ্যাল একাউন্টকে ইউরোপিয়ান ব্যাংক ভেরীফাইড করা সম্ভব হবে না। 
যেমন আমার .ইউ পেমেন্ট সার্ভিস ইনফরমেশন সংযুক্ত পায়োনিয়ার একাউন্টের নাম Zahidul Hasan তাই আমার ফরাসি পেপ্যাল একাউন্টের নামও অবশ্যই Zahidul Hasan হবে। উপরের ছবিটা লক্ষ করুন
Step Three (দ্বিতীয় ধাপ)
দ্বিতীয় ধাপে এসে প্রয়োজন হবে ফ্রান্সের একটি ফোন নম্বরসহ পূর্ণাঙ্গ ঠিকানা যা ফরাসি পেপ্যাল আপনার ঠিকানা হিসেবে ব্যবহৃত হবে। ফেইক বা ভূয়া ঠিকানা সংগ্রহের আদর্শ স্থান হলোhttp://www.fakenamegenerator.com সুতরাং এখান থেকে পছন্দসই ফরাসি ঠিকানা সংগ্রহ করে নীচের ছবির মতো করে পূর্ণ করে লাল কালিতে দাগানো 5 নম্বরের Continuer ক্লিক করতে হবে
অতপর পরবর্তি ধাপে নীচের এই পাতাটি আসবে যেখানে আপনাকে কার্ড সংযুক্ত করতে বলা হবে। কিন্তু আমরা এটা অগ্রাহ্য করে নীচের ছবির মতো পাতাটি কেটে দিয়ে পেপ্যাল একাউন্টের ইমেইল বক্সে ফিরে যাব
একাউন্টের ইমেইল বক্সে ফিরে যাব
Step Four
এবার ইমেল ইনবক্স চেক করতে গিয়ে নীচের মতো দেখতে একটি ইমেল পাবেন এবং ইমেলের লাল কালিতে দাগানো 6 নম্বরের Confirmer ladresse email ক্লিক করতে হবে
Step Five
Confirmer ladresse email ক্লিক করলে উপরের পেজের মতো আসবে এবং এখানে আপনার পেপ্যাল পাসওয়ার্ড বসিয়ে হলুদ কালিতে লেখা connexion বাটনে ক্লিক করলেই পেপ্যাল একাউন্টের ACTIVATION হয়ে গেল এবং নীচের পেজের মতো দেখতে আর একটি পেইজ এলো এবং এই পেজের নীচে নীল কালিতে লেখা Acceder a Mon compte ক্লিক করতে হবে
Acceder a Mon compte ক্লিক করার পর নীচের পেইজটি আসবে আর এই পেজের compte লেখা বাটনে ক্লিক করতে হবে

আর এই compte লেখা বাটনে ক্লিক করলেই আপনার পেপ্যাল একাউন্টের হোমপেজে ঢুকলেন এবং এই হোম পেজের উপরের ডানে সেটিংস চিন্হিত আইকনে ক্লিক করুন। নীচের ছবিগুলো ভালভাবে লক্ষ্য করুন
সেটিংস চিন্হিত আইকনে ক্লিক করলে নীচের পেজের মতো দেখতে আর একটি পেইজ আসবে এবং এই পেজের নীচে নীল কালিতে লেখা Options এর অন্তর্গত Langue এর পাশে নীল কালিতে লেখা Modifier ক্লিক করতে হবে এবং Langue English সিলেক্ট করে আপনার পেপ্যাল একাউন্টটি প্রথমে লগআউট করুন এবং পুনরায় লগইন করুন
ব্যাস ! তৈরী হয়ে গেল ইংরেজি ভাষায় ফরাসি দেশের পেপ্যাল একাউন্ট।
এবার চলুন একাউন্টটিকে IBAN দ্বারা সহজেই ভেরিফাইড করে ফেলি এবং ভেরীফিকেশন সম্পন্ন হলে পেপ্যাল আপনাকে দিবে আনলিমিটেড উত্তোলনের সুবিধা
কিভাবে ভেরীফাইড করতে হবে
. আপনার পেপ্যাল একাউন্ট লগইন করুন।
এরপর Wallet ক্লিক করুন এবং Wallet নীচে Bank Accounts এর মধ্যে Save a Bank Account a ক্লিক করুন
. Save a Bank Account ক্লিক করলে নিচের পাতাটি আসবে এবং আপনার নতুন .ইউ পেমেন্ট সার্ভিস ইনফরমেশন সংযুক্ত Payoneer একাউন্ট থেকে IBAN টি কপি করে বসিয়ে দিন এবং Carry on button ক্লিক করুন
ব্যাস্আপনার IBAN টি পেপ্যাল একাউন্টের সাথে সংযুক্ত হয়ে যাবে এবং সফলভাবে সংযুক্ত হলে নিচের ছবির মতো দেখাবে।এ ব্যাপারে আপনার পেপ্যাল একাউন্টের ইমেইল Confirmation SEPA Direct Debit Mandate Accepted মেসেজও আসবে
এরপর দুই থেকে চার দিন আপনাকে অপেক্ষা করতে হবে নিচের মতো দুইটি ইমেইলের অপেক্ষায় ইমেইল দুইটি আসার পর আপনি পেপ্যাল থেকে পাঠানো ডিপোজিটের পরিমাণটা জানতে পারবেন
এরপর ব্যাংক Confirmation লিংকে ক্লিক করে ইমেল থেকে পাওয়া ডিপোজিট দুটির পরিমাণ সঠিকভাবে বসানোর সাথে সাথে আপনার EU পেপ্যাল লিফ্টেড হয়ে যাবে এবং একাউন্টটি আনলিমিটেড পেপ্যাল এমাউন্ট উত্তোলন যোগ্যতা অর্জন করবে।। আর ATM থেকে সরাসরি বাংলা টাকায় উত্তোলন যোগ্য ইউরো মাস্টার কার্ড রয়েছে আপনার হাতেই যা আপনার Payoneer Account এর EU Payment Service চালু হওয়ার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে অথবা আপনার অনুরোধের ভিত্তিতে ইস্যু করা হয়েছিল
পুনশ্চ EU পেপ্যাল একাউন্ট ভেরিফাইড বা ভেরিফিকেশন বলে কোন শব্দ নেইঃ এখানে পেপ্যাল একাউন্টকে প্রধাণত LIFTED OR UN-LIFTED এই মূল দুটি ভাগে ভাগ করেছে অর্থাৎ LIFTED BY A BANK & CARD OR NOT যা PAYPAL US VERIFICATION এর সাথে অবশ্য তুলনীয়
পদ্ধতিটি ১০০ পার্সেন্ট সফল হলে পেপ্যাল থেকে নীচের মতো একটি ইমেল পাবেন
এবার চলুন দেখে নেই এভাবে তৈরী পেপ্যাল একাউন্টকে US পেপ্যাল ভেরিফিকেশন পদ্ধতি কিভাবে দেখে? সূত্র পেপ্যাল লগইন করে এখানে যান
এবং মাঝের সমান চিন্হের পরে এর পরে আপনার পেপ্যাল আড্রেসটা লিখুন ENTER চাপুন। পেয়ে যাবেন আপনার কাঙ্খিত রেজাল্ট
এবার আসি যারা পায়োনিয়ার একাউন্ট হোল্ডার হওয়া সত্ত্বেও যারা সংক্রান্ত কোন -মেইল পাননিতারা কি করবেন? উত্তর খুবই সোজা তারা Simply পায়োনিয়ারের সাথে Contact করে তাদের বর্তমান একাউন্টে .ইউ পেমেন্ট সার্ভিস ইনফরমেশন সার্ভিস চালু করতে পায়োনিয়ারের কাস্টমার সাপোর্টকে অনুরোধ করবেন ইমেইল বা পায়োনিয়ারের ইন্সট্যান্ট চাটিং সার্ভিস এর মাধ্যমে
উল্লেখ্য আমাদের হাতে ধরণের ৩০ এর অধিক ইউরো মাস্টার কার্ড এবং ইইউ লিফ্টে্ বা ভেরিফাইড পেপ্যাল একাউন্ট আছে, কারো জরুরীভিত্তিতে প্রয়োজন হলে এই ইমেইলের মাধ্যমে saidurrahman00000000@gmail.com যোগাযোগ করতে পারেন। এছাড়া পায়োনিয়ারের কাস্টমার সাপোর্টকে অনুরোধ করেও কেউ সার্ভিসটি চালু করতে ব্যর্থ হলেও আমার সাথে ইমেইলেও যোগাযোগ করতে পারেন।। বাণিজ্যিকভাবে আপনার পায়োনিয়ারের EU Payment সার্ভিসটি চালু করতে আমরা সহযোগীতা করে থাকি। সময় নিয়ে এই দীর্ঘ টিউনটি পড়ার জন্য আপনাকে অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ