এ
রাজনীতির ভিক্তি কি? আমার জানা নেই, ভোটার বিহীন প্রার্থী, প্রতি দন্ধি বিহীন
খেলোয়ার , খালি মাঠে দৌড়ে ফাস্ট হওয়া প্রথম শ্রেনীর অফিসার। এ কেমন রাজণীতি
নির্বাচন, সরকার, নির্বাচন কমিশন, প্রার্থী এবং রাজণৈতিক নেতা কর্মীরা , সবাই যেন
এক সুতোয় ঘাথা। কেন যানি মনে হচ্ছে সকলেই একই উদ্দেষের পিছনে দৌড়াচ্ছে এবং এ
উদ্দেষ্যই আবার সকলকে এক ইসারাতে চালাচ্ছে। নয়তবা একজন প্রার্থী কি করে সু-স্থ মস্তিস্কে বিশেষ উদ্দেষ্য মূলক
ভাবমূর্তি প্রকাশিত করে নিজেকে জয়ী প্রার্থী বলে দাবী করছে, তাও আবার নির্বাচনের
দিন প্রথম বেলাতেই। এতো আনন্দের সহিত নয়, কোন স্বপ্নও নয় এ যেন মনে হয় পূর্বে
পরিকল্পীত নীল নকসার আভাস দিয়ে গেল এ প্রার্থী। বৈশাখী মেলাতে কলংকিত ঘটনা ঘটার পর
ভেবেছিলাম পুলিশ নামক এই বাহীনিটা সত্যিই অসহায় একটি দল এদের বুদ্ধি, শক্তি সাহস
ইত্যাদি অপরাধীদের চেয়ে অনেক কম। এ সত্যিটা আবার সবার সামনে প্রমান করলো কারন
নির্বাচন হবে এ বিষয়টি নির্বাচনের অনেক আগে থেকেই আলোচিত হচ্ছে। তাহলে এ সুযোগে
পুলিশের পরিকল্পনা, প্রস্তুতি ইত্যাদি ভালো থাকার কথাছিল কিন্তু দেখাগেল না
অপরাধীরা নির্বাচনের দিন সকাল বেলাতেই হামলা মারামারি ভেলট বাক্স চুরি ইত্যাদি
মূলক ঘটনা ঘটানো পুলিশের সামনেই সম্ভব হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন