সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

ফরমালিন দূর করার উপায়



ফরমালিন দূর করার উপায়:
এক লিটার পানিতে এক কাপ ভিনেগার (৫টাকার) মিশিয়ে সেই পানিতে ফল ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। মাত্র ১৫ মিনিটে ভিনেগার ফলের ফরমালিনসহ অন্যান্য যেকোনো বিষাক্ত রাসায়নিক পদার্থ দূর করে দেবে সতেজ সজীব ফল
ভিনেগার একটি শক্তিশালী এসিড জাতীয় পদার্থ। এটি ফলে বিদ্যমান যে কোনো ব্যাকটেরিয়ার দূর করে দেয়।

কোন মন্তব্য নেই: